Wednesday, November 30, 2016

বাঙ্গালী!!! | #Bangla Jokes No: (3) | Bangla Jokes 247 | #New_Bangla_Jokes | 18+

 বাঙ্গালী!!! | #Bangla Jokes No: (3) | Bangla Jokes 247 | #New_Bangla_Jokes | 18+ 

Bangla Jokes 247, bangla jokes, 18+, bangla jokes 3,

বাঙ্গালী!!!

(3) আমেরিকা একবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করলো।। তো, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির হল। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না।।
প্রথম আবেদনকারী একজন ভারতীয় ইঞ্জিনিয়ার ছিলেন

। তাকে জিজ্ঞেস করা হল তিনি যাওয়ার জন্য কত টাকা চান। শুনে তিনি বললেন, ১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক আমি আমার পরিবারকে দিতে চাই। বাকি অর্ধেক দান করতে... চাই।
এর পরের আবেদনকারী ছিলেন একজন রাশান ডাক্তার। তাকে জিজ্ঞেস করা হল যাবার জন্য তিনি কত টাকা চান। তিনি উত্তর দিলেন, ২ মিলিয়ন। এর মাঝে ১ মিলিয়ন আমার পরিবারের জন্য আর বাকি ১ মিলিয়ন মেডিকেলের উন্নয়নের জন্য দান করতে চাই।
এবার তৃতীয় আবেদনকারী। তিনি ছিলেন আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ। উনাকে জিজ্ঞেস করা হল তিনি কত টাকা চান। তিনি প্রশ্নকর্তার কানে কানে ফিসফিস করে বললেন, ৩ মিলিয়ন!! প্রশ্নকর্তা শুনে অবাক। বলল, এতো বেশি কেন?? তখন রাজনীতিবিদ আবার তার কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখবো।। এক মিলিয়ন আপনাকে দিবো। আরেক মিলিয়ন ভারতীয় ইঞ্জিনিয়ারটাকে দিয়ে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবো


Bangla Jokes 247 POst Main Templat

More Jokes Read Now

No comments:

Post a Comment