নানু ও নাতির মধ্যে কথোপকথন
(33)
নানু ও নাতির মধ্যে কথা হচ্ছে—
নানুঃ বলতে পারিস, তোর বাবার বয়স এখন কত হলো?
নাতিঃ কেন, দশ বছর।
নানুঃ তা কি করে হয়? তোর বয়সই তো দশ বছর।
নাতিঃ সে জন্যই তো বলছি, আমার জম্মের পরই তো তিনি বাবা হয়েছেন!
গুনতে সুবিধা হবে!
হেঃ হেঃ হেঃ মজা পাইলে লাইকদিতে ভুলবেন না PLZ !!!!
No comments:
Post a Comment